Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সল্লাবাদ ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300


Image
Title
ব্রহ্মপুত্র নদী
Details

নরসিংদী জেলার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন ১৪.০১ বর্গ কি:মি: জায়গা জোড়ে অবস্থিত । সল্লাবাদ ইউনিয়নের চার পাশ জোড়ে বহ্মপুত্র নদী। পূর্ব এবং উত্তর দিকে সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ এবং ইব্রাহিমপুর গ্রামের পরে বহ্মপুত্র নদী । তার পর  কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা এবং ভৈরব উপজেলা । দক্ষীন দিকে বহ্মপুত্র নদীর পরে  বেলাব উপজেলার নারায়নপু্র ইউনিয়ন। পষ্চিম দিকে বহ্মপুত্র নদীর পরে বেলাব উপজেলার বেলাব ইউনিয়ন। চার পাশ নদী গেরা সল্লাবাদ ইউনিয়ন। বর্ষাকালে সল্লাবাদ ইউনিয়নের  চত্বর পাশে পানিতে বরে যায়। আবার শুক্না মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। তখন গ্রামের কৃষকরা নদীর পাড় গেশে ধান, পাট, আলু, রসুন, পিয়াজ, ইত্যাদী ফসল চাষ করে কৃষকরা তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে।