নরসিংদী জেলার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন ১৪.০১ বর্গ কি:মি: জায়গা জোড়ে অবস্থিত । সল্লাবাদ ইউনিয়নের চার পাশ জোড়ে বহ্মপুত্র নদী। পূর্ব এবং উত্তর দিকে সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ এবং ইব্রাহিমপুর গ্রামের পরে বহ্মপুত্র নদী । তার পর কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা এবং ভৈরব উপজেলা । দক্ষীন দিকে বহ্মপুত্র নদীর পরে বেলাব উপজেলার নারায়নপু্র ইউনিয়ন। পষ্চিম দিকে বহ্মপুত্র নদীর পরে বেলাব উপজেলার বেলাব ইউনিয়ন। চার পাশ নদী গেরা সল্লাবাদ ইউনিয়ন। বর্ষাকালে সল্লাবাদ ইউনিয়নের চত্বর পাশে পানিতে বরে যায়। আবার শুক্না মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। তখন গ্রামের কৃষকরা নদীর পাড় গেশে ধান, পাট, আলু, রসুন, পিয়াজ, ইত্যাদী ফসল চাষ করে কৃষকরা তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS