Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সল্লাবাদ ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300


এনজিও

এনজিও

১। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300 

২। পাপড়ি

৩। প্রশিখা

৪। পপি

৫। গ্রমীন ব্যংক

৬। আশা

৭। প্রভাতী

৮। ব্র্যাক

 

বেসরকারী সংস্থাগুলো সল্লাবাদ ইউনিয়নের জনগনকে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।


 

পাপড়িঃ প্রবার্টি ইলিভিয়েশন পারটিসিপেটরি রোরাল ইনিসিয়েটিভস (Poverty Alleviation Through Participatory Rural Initiatives.

 

ইউনিট অফিসঃ সল্লাবাদ, বেলাব, নরসিংদী।