Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সল্লাবাদ ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300


ছবি
শিরোনাম
সল্লাবাদ ইউনিয়নের পেঁপে বাগান এবং আখের ক্ষেত
বিস্তারিত

সল্লাবাদ ইউনিয়নে অন্যতম উল্লেখযোগ্য ফল ‘আখ,পেপে’। এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। দেশে এবং বিদেশে এই ফলের বেশ চাহিদা রয়েছে। সুদুর দেশের বিভিন্ন স্থানে এটি  রপ্তানি হয়। এই সম্ভাবনাময় ফল ব্যাপকভাবে উৎপাদন করে দেশীয় এবং বিদেশী চাহিদা মিটিয়ে তার মাধ্যমে অত্র এলাকার আর্থিক সমৃদ্ধ অর্জন সম্ভব। বলা বাহুল্য  ফসল এই অঞ্চলে ভাল উৎপাদন হয় ।