নরসিংদী জেলা সদর হইতে প্রায় ৩০ কি:মি: এবং বেলাব উপজেলা হইতে প্রায় ১৫ কি:মি: দূরে সল্লাবাদ ইউনিয়ন পরিষদ অফিস অবস্থিত। ১৪ শতাংশ ভূমির উপর এই ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন অবস্থিত। ভবনটি ব্যবহারের অনুউপযোগী বিধায় পার্শ্ববর্তী ভাড়াটিয়া একটি ভবনে অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। অফিসের পাশে একটি কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভাল। মূলত: কৃষি নির্ভর এ ইউনিয়নের লোকজনের আর্থ-সামাজিক অবস্থা মোটামুটি ভাল।
ইউনিয়ন পরিচিতিঃ
(ক) আয়তন : ০৯ বর্গ কি:মি: (খ) অফিসের জমির পরিমান : ১৪ শতাংশ
(গ) গ্রাম : ৩টি (ঘ) লোকসংখ্যা : ৩০৬৩৪ জন
(ঙ) মৌজা : ৪টি (চ) মোট খানা : ৬৪৬৫টি
(ছ) সর:প্রা:বিদ্যালয় : ৮টি (জ) ইউ: ভূমি অফিস : ১টি
(ঝ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ৩টি (ঞ) কলেজ : নাই
(ট) মাদ্রাসা : ১টি (ঠ) মন্দির : ১টি
(ড) এতিমখানা : নাই (ঢ) শিক্ষার হার : ৬৮%
(ণ) মসজিদ : ৩০ (ত) হাটবাজার : ০৩টি হাট
(থ) কমিউনিটি ক্লিনিক : ২টি (দ) পাকা রাস্তা : ২৫ কি.মি
(ধ) কর্মরত এনজিও : ৫টি (ন) ব্যাংক : নাই
(প) কৃষি আবাদী জমি : ৩,০৭০ একর (ফ) ঈদগাহ মাঠ : ৯টি
(ব) গভীর নলকূপ : ৭টি (ভ) পরিবার কল্যাণ কেন্দ্র : ১টি
(ম) গুচ্ছগ্রাম/আশ্রয়ণ প্রকল্প : ০৩টি (য) অগভীর নলকূপ : ৫৭০টি
(র) উল্লেখযোগ্য স্থাপনা : আব্দুস সামাদ নেংটার মাজার শরীফ (ল) শ্বশ্মান : ১টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস