Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সল্লাবাদ ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300


যোগাযোগ ব্যবস্থা

 

 

ঢাকা থেকে

ঢাকা থেকে সল্লাবাদ ইউনিয়নের দূরুত্ব প্রায় ৯০ কি.মি.।

ঢাকা থেকে ঢাকা সিলেট মহা সরক দিয়ে নরসিংদী হয়ে, ইটাখলা থেকে ডান দিকে রাস্তা, নারায়নপুর বাসস্টেন্ড এসে বাম রাস্তা ধরে নারায়নপুর ইউনিয়ন হয়ে, নারায়নপুর-সররাবাদ ব্রিজ হয়ে কান্তু বাড়ী মোড় থেকে বামে ,  ১০ মিনিট রাস্তা সামনে বর্তমান সল্লাবাদ ইউনিয়ন পরিষদ  ভবন।

 

বেলাব থেকে

বেলাব উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব  ১৩ কিঃমিঃ

বেলাব উপজলা থেকে সিএনজি যোগে কিংবা অটোরিক্সা  সল্লাবাদ  ইউনিয়ন অস্থায়ী ভবনে আসা যায়।

 

অটো রিক্সা  - ভাড়ার হার- ৯০ টাকা।(জনপ্রতি)

সিএনজি- ভাড়ার হার- ৯০ টাকা।(জনপ্রতি)

 

উপজেলা খেকে  ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

বেলাব  উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব  20 কিঃমিঃ

বেলাব উপজলা  কমেপ্লক্স থেকে রিক্সা কিংবা সিএনজি যোগে সল্লাবাদইউনিয়নস্থ  ইউপি অফিসে আসা যায়।

 

উপজেলা খেকে  ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

রিক্সা  - ভাড়ার হার - ১০০- ১৩০টাকা। (জনপ্রতি)

সিএনজি - ভাড়ার হার - ৫০- ৭০টাকা । (জনপ্রতি)

 

সল্লাবাদ  অস্থায়ী ইউনিয়ন পরিষদ অফিস থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য-

 

সররাবাদ হতে ইব্রাহিমপুর পর্যন্ত-

রিক্সা  - ভাড়ার হার - ৪০- ৫০টাকা। (জনপ্রতি)

সিএনজি - ভাড়ার হার - ৫০- ৬০ টাকা । (জনপ্রতি)

 

সররাবাদ হতে নিলক্ষীয়াপর্যন্ত-

রিক্সা  - ভাড়ার হার - ৪০-৬০টাকা। (জনপ্রতি)

সিএনজি - ভাড়ার হার - ৩০- ৪০টাকা । (জনপ্রতি)

 

ইব্রাহিমপুরহতে নিলক্ষীয়াপর্যন্ত

রিক্সা  - ভাড়ার হার - ১০০- ১৫০টাকা। (জনপ্রতি)

সিএনজি - ভাড়ার হার - ৮০- ১২০টাকা । (জনপ্রতি)