Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সল্লাবাদ ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP)-নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে । হেল্পলাইন নম্বর-01842773300


ভাষা ও সংস্কৃতি

 ভাষাগত দিক বিবেচনায় আমরা বাঙ্গালী- বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রানের ভাষা, সল্লাবদ ইউনিয়নের অধিকাংশ লোক আঞ্চলিক ভাষায় কথা বলে। অত্র ইউনিয়নে মুসলিম ও হিন্দু ধর্মের লোক বসবাস করে। এবং সকলেই নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করে। যেমনঃ মোসলমানরা নামাজ-রোজা, ও ঈদ উৎসব পালন করে এবং হিন্দুরা বিভিন্নপুজা পার্বন পালন করে থাকেন । এখানে প্রায় ২৭ টির মত মসজিদ ও ১টি  মন্দির রয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও সংস্কৃতিতে সকলের স্বাধীনতা রয়েছে।