গ্রামপুলিশেল দায়িত্ব
ক্রমিক নং | দায়িত্ব |
০১ | দিনে ও রাতে ইউনিয়ন পাহারা ও টহল দারী করবে। |
০২ | অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবে এবং অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে সাধ্যমত সহায়তা করবে। |
০৩ | চেয়ারম্যান ও ইউনি পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবে। |
০৪ | অন্য নিদেশ না থাকলে প্রতি ১৫ দিন অন্তর অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে। |
০৫ | থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহি করবে, যা বিরোধ দাংগা হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে পারে। |
০৬ | সরকারী কাজের উদ্দেশ্যে যে কোন স্থানীয় ত্যথ সরবরাহ করবে। |
০৭ | খাজনা অথবা ভূমি উন্নয়ন কর স্থানীয় কর ফি বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ে গ্রামের রাজস্ব কর্মচারীদের সহায়তা করবে। |
০৮ | এ অধ্যাদেশের অধীনে কোন অপরাধ সংঘটন বা সংঘটরেন অভিপ্রায় সম্পর্কে জ্ঞাত হলে বা জানতে পারলে তা ইউনিয়ন পরিষদকে অবহিত করবে। |
০৯ | ইউনিয়ন পরিষদের নির্দেশে কোন বাসিন্দার অবাসস্থল ও সম্পত্তির উপর পরোয়ানা জারী করতে পারবে। |
১০ | জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ করবে এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবে। |
| ইত্যাদি। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস